
মোঃ কবির হোসেন:
সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাত করণ ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে গোবিন্দভোগ ও গোপালভোগসহ স্থানীয় জাতের আম সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ মে) সাড়ে ১১টায় সদরের ফিংড়ী ইউনিয়নের বিল্লাল হোসেনের বাগান থেকে আম পেড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এছাড়া ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুনে আম্রপালি জাতের আম ক্যালেন্ডার অনুযায়ী সংগ্রহের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।জেলা কৃষি বিভাগ জানান, চলতি বছর সাতক্ষীরায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে ১৩ হাজার ১০০ জন চাষি আম চাষ করেছেন। এবং আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন।