
সাতক্ষীরা উপকূলীয় সুন্দরবন থেকে আটক নৌকা ও বিষের বোতল জব্দ
সাতক্ষীরা উপকূলীয় সুন্দরবনের দুম্বাখালী নামক এলাকায়অভিযান চালিয়ে চারু আটনসহ দুইটি নৌকা, ২৫ কেজি কাঁকড়া বিষ দিয়ে শিকারকৃত চিংড়ি মাছ ও কালির লাট নামক এলাকা থেকে পাঁচ বোতল বিষ ২০ কেজি চিংড়ি মাছ, ভেসালিজাল ও একটি পানির ড্রাম জব্দ করেছে স্মার্ট পেট্রোলিং টিম। তবে স্মার্ট পেট্রোলিং টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অসাধু জেলেরা।বুধবার এই অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত মালামাল কোবাদক স্টেশনে হস্তান্তর করা হয়।এ বিষয় সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।